নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালকিয়া :: হাওড়া গোলাবাড়ি থানা অন্তর্গত এলাকা নর্থ পয়েন্ট রত্নাকর স্কুলের উল্টোদিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ শনিবার দুপুর বেলা আচমকা এলাকার একটি গোডাউনে আগুন লাগে। আগুনের কালো ধোঁয়া দূর থেকে দেখতে পাওয়া যায়। এরপরই স্থানীয় বাসিন্দারা খবর দেয় দমকলকে।গোলাবাড়ি থানাতেও খবর দেওয়া হয়। আগুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালায়। এখনও অব্দি দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও ঠান্ডাকরণের প্রক্রিয়া চলছে। দমকল সূত্রে জানা যাচ্ছে রিভলভিং চেয়ারের কারখানা থেকেই আগুন লাগে। গ্যাস সিলিন্ডার থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলেই দমকলের প্রাথমিক তদন্তে অনুমান করছে তারা।
যদিও ঠান্ডা করণের কাজ শেষ হলে ঠিক কি থেকে কিভাবে আগুন লাগার ঘটনা ঘটলো সেটা স্পষ্ট ভাবে জানা সম্ভব বলেই দমকল সূত্রে জানা যাচ্ছে।
দমকলের আধিকারিক জানান তাদের গোলাবাড়ি থানা থেকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দমকলের চারটি ইঞ্জিন কাজ করেছে। আসবাবপত্র তৈরির কারখানা থেকেই আগুন লেগেছে বলেই জানান।
তবে তদন্তের মাধ্যমেই জানা যাবে কিভাবে এই ঘটনা ঘটলো বলে তিনি জানান। পাশাপাশি ওই কারখানাতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই বলেই দাবি করেন তিনি।
আসবাব পত্রের কারখানার পাশের কারখানার মালিক রবিকান্ত ছাপ্রিয়া জানান ওই আসবাবপত্র তৈরির কারখানা থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। অনেকগুলো সিলিন্ডারের মাধ্যমে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল।
যারা কাজ করছিলো আগুন লাগার পরেই পালিয়ে যায়। তার কারখানাতে আগুন ছড়িয়ে পড়ে। ঠিক কি পরিমান ক্ষতি হয়েছে সেটা আগুন নেভার পড়ে বোঝা যাবে বলে জানান তিনি।