নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: বৃহস্পতিবার ২৮,মার্চ :: সালানপুর ব্লকের মুক্তাইচন্ডী ও রূপনারায়ানপুর কালি মন্দিরে পূজো দিলেন বিজেপি নেতা তথা আসানসোল লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র তেওয়ারী।এদিন তিনি প্রথমে রূপনারায়ানপুর কালি মন্দিরে এসে কালি মায়ের পূজো দেন।তারপর সেখান থেকে মুক্তাইচন্ডী পাহাড়ে গিয়ে পূজা অর্চনা করেন।
তিনি জানান আমরা সনাতনী ধর্মের মানুষ তাই সমস্ত মন্দিরে গিয়ে পূজা করছি।বিজেপির প্রার্থীর নাম ঘোষণা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান আমাদের দলের প্রার্থী ঘোষণা না হলেও এখানে দলের সবাই ময়দানে রয়েছে।এবং আসানসোলের মানুষের জন্য কাজ করে চলছে।এতবড় হোলি দোলে তৃণমূল প্রার্থীর দেখা পাওয়া যায়নি।
তাই বিজেপি একটা বড়দল এখানে যাকে তাকে প্রার্থী করা যায়না।দল ঠিক করে প্রার্থীর নাম ঘোষণা করবে।কিন্তু এখন সবাই বিজেপির প্রার্থী।তিনি আরো বলেন তৃণমূল যুব সমাজকে কালো পতাকা ধরাচ্ছে আর আমরা গেরুয়া।তার প্রমাণ গতকাল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখানো।