নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোলের সালানপুর থানার অন্তর্গত সিরিশবেড়িয়া অঞ্চলে গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে দুই যুবক কে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া দুই যুবকের কাছ থেকে উদ্ধার হয় ১৫ টি মোবাইল, নোটবুক, নগদ ৬০ হাজার টাকা, ও দুটি ঝাড়খন্ড নম্বর মোটরবাইক।
আটক হওয়া দুই যুবক জেরায় স্বীকার করে যে তারা নানান ভাবে সাইবারক্রাইম প্রতারণা চক্রে জড়িত। গ্রেফতার হওয়া দুই যুবক বিভিন্ন ভাবে সামাজিক মাধ্যম দিয়ে যেমন বিদ্যুৎ বিলের নামে সহ একাধিক ভাবে সাধারণ মানুষ কে সাইবারক্রাইমের মাধ্যমে প্রতারণা করতো।
গ্রেফতার হওয়া দুই যুবকের নাম অরবিন্দ মন্ডল (২৭)কর্মাটর জামতাড়ার বাসিন্দা ও আরেকজন সচিনকুমার মন্ডল (১৯)গিরিডি ঝাড়খন্ডের বাসিন্দা বলে জানা যায় এই দুইজন কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করছে আরো এই চক্রে জড়িতো কেউ রয়েছে কিনা।মূলত অনুমান করা হচ্ছে জামতাড়া সাইবার ক্রাইম চক্রের এই দুই অভিযুক্ত বলেই অনুমান।ঘটনার তদন্তে সালানপুর থানার পুলিশ।