নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ৩০,নভেম্বর :: সালানপুর বিডিও অফিসে কার্যালয়ে বৃহস্পতিবার দিন জেলা শাসক পোন্নবলম এস পরিদর্শনে আসেন।এদিন তিনি সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস সহ পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ ব্লকের ১১টি পঞ্চায়েত প্রধান,উপপ্রধান এবং বিডিও অফিসের কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন।
