নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ২৯,জুলাই :: অবশেষে ৯দিনের মাথায় মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করল আসানসোল ও সালানপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সালান পুর থানা এলাকার ১৫ বছরের এক ছাত্রীর পরিবারের লোকজন অপহরণের লিখিত অভিযোগ করেছিলেন সালান পুর থানায়।
পুলিশ তদন্তে নেমে ৯ দিনের মাথায় মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করে। পুলিশ জানান অপহরণের গল্প ছক কষে ছিলেন মেয়েটি। পরিবারের লোকজন বলেন দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার ফলে বাবার ভয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন ট্রেনে চেপে।