নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালার :: শুক্রবার ১৭,জানুয়ারি :: সালারে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর যখম এক স্কুল ছাত্রী | ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার চৌরঙ্গী মোড় এলাকায় | ছাত্রীর নাম নাজমিন খাতুন, বয়স ৬ বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার দহপাড়া এলকার |
বৃহস্পতিবার দুপুর নাগাদ একটি বেসরকারি স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়ে পড়ে | স্থানীয়রা ঘটনাস্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়,
কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর ওই নাবালিকার পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা | বর্তমানে ওই নাবালিকা গুরুতর জখম অবস্থায় রয়েছে, ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় |