সাহসিকতার পথে ভালোবাসা , সুন্দরবনের দুই তরুণীর বিবাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা!

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: মঙ্গলবার ১১,নভেম্বর :: সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন- যা বাংলা তথা ভারতের কাছে দৃষ্টান্ত স্বরূপ।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর পরস্পরের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও সাহসকে ভিত্তি করে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ফুলতলী বিধানসভার অন্তর্গত পালের চক শান্তি সংঘের মাঠে সাহসিক দুই তরুণীকে সংবর্ধনা দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

এই ঘটনার প্রশংসা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এক পোস্টে লিখেছেন সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের দুই তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ-

স্বাধীন ভারতের স্বাধীন মানসিকতার, মানবিকতার, মুক্ত চিন্তা ভাবনার ও সাহসিকতার। সারাজীবন একসাথে থাকার অঙ্গীকার নিয়ে তাঁরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলার কাছে ও বাঙালির কাছে গর্বের।

সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে সামাজিক মতভেদ, ধর্মীয় মূল্যবোধ এবং সাংস্কৃতিক বাধা অতিক্রম করে তাঁরা প্রকৃত ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। তাঁদের এই পবিত্র ভালোবাসা চিরঅক্ষয় থাকুক।

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের রিয়া সরদার ও বকুলতলার রাখি নস্কর – এই নবদম্পতিকে আমি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক তাঁদের জীবনে।রঙিন হয়ে উঠুক আগামীর পথ। বাংলাই আগামীকে পথ দেখায়। এই সাহসিকতার জোরেই আমাদের সমাজ অচলায়তন ভেঙে সংকীর্ণতাকে পিছনে ফেলে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =