সাহেবগঞ্জে ফুটবল উন্মাদনা: ৩রা আগস্ট থেকে শুরু হচ্ছে তৃতীয় বার্ষিক টুর্নামেন্ট!

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ৩১,জুলাই :: দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ মেতে উঠতে চলেছে ফুটবল জ্বরে! আগামী ৩রা আগস্ট থেকে সাহেবগঞ্জ ফুটবল মাঠে শুরু হচ্ছে সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব আয়োজিত তৃতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্ট।

গত দু’বছর ধরে অসাধারণ সাফল্যের পর, এই বছরও টুর্নামেন্টটি ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে।জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুত্র সায়ন্তন গুহ। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রখ্যাত সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা দুই নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুহাসিনী বর্মন, সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

এবারের টুর্নামেন্টে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী দলগুলো অংশ নিচ্ছে। ফুটবল মাঠে দেখা যাবে কোচবিহার প্রভাতী ক্লাব, মাদারিহাট অপূর্ব সংঘ, কাদম্বিনী টি স্টেট, কোচবিহার কোতোয়ালি থানা, বোরোডাঙ্গা BNS, ভূতনিরঘাট অভিযান ক্লাব, ADP ডাউন কোচিং এবং স্থানীয় দল সাহেবগঞ্জ অফিস পাড়া-কে। নিঃসন্দেহে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং অসাধারণ ফুটবল ম্যাচের সাক্ষী হতে চলেছে দর্শক।

ফুটবল পরিচালন কমিটির অন্যতম সদস্য মতিয়ার রহমান সকল ফুটবল প্রেমীদের কাছে আবেদন জানিয়েছেন, “আমাদের খেলার মাঠের প্রাণ হলো দর্শক। তাই সব ফুটবলপ্রেমী যেন মাঠে এসে খেলা উপভোগ করেন এবং আমাদের সহযোগিতা করেন।” আশা করা হচ্ছে, বিগত বছরগুলির মতোই এই টুর্নামেন্টও সফল হবে এবং সাহেবগঞ্জের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =