নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মহিষাদল :: শৈশবে প্রায় সকলে যখন খেলাধূলা নিয়ে ব্যস্ত। তখন মহিষাদলের বছর সাড়ে পাঁচের ঐশিকি চক্রবর্তী মাউথ অর্গান বাজিয়ে মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছে। টানা ঘন্টার পর ঘন্টা বাংলা ও হিন্দি গানের সাথে মাউথ অর্গান বাজিয়ে চলেছে ঐশিকি। তবে ঐশিকি মাউথ অর্গান বাজানোর পেছনে বাবার অবাদন রয়েছে। কারন বাবা শুধু মাউথ অর্গান শিল্পী নয় নোজ অর্গান শিল্পী নামে খ্যাতি অর্জন করেছে। লিমকা বুক অফ রেকর্ডয়ে নাম নথিভুক্ত হয়েছে।
মুখ দিয়ে বাজাতে বাজাতে মনে হলো নাক দিয়েও বাজানো যায়। চেস্ট করতে করতে এখন টানা কয়েক ঘন্টা নাকের মাধ্যমে মাউথ অর্গান বাজাতে পারি। মেয়ে ছোট থেকেই দেখছে বাড়িতে মাউথ অর্গানের চর্চা হচ্ছে। আড়াই বছর বয়সে ওর মধ্যে শেখার প্রবনতা লক্ষ্য করা যায়। তার পর প্রশিক্ষণ নিয়ে আজ অনেক গানের সুরে বাজাতে পারছে সে। আগামীদিনে একজন ভালো অর্গান শিল্পী হয়ে উঠুক এটাই চাই।