নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ১৭,মার্চ :: সিঁড়ির রেলিং এ গলায় দড়ি পেঁচানো বস্ত্রবিপনীর মালিকের রহস্য জনক ভাবে দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেনাচিতির জলখাবার গলি এলাকায়। মৃতের নাম অজয় রায় (৭৩)।
বেনাচিতি বাজারের একটি বস্ত্র বিপনীর মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে বৌমাকে নিয়ে অজয় বাবু জলখাবার গলি এলাকার বাড়িতেই থাকতেন। ছেলে তার বউকে নিয়ে কর্মসূত্রে রবিবার কলকাতায় যায়। সোমবার অজয় বাবুর দেখভালের জন্য একজন আয়া ছিল। সেই আয়া সকালের কাজকর্ম করে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিল।
দুপুরে অজয় বাবুর বাড়িতে ফের এসে দেখতে পান সিঁড়ির রেলিংর মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে অজয় বাবু ঝুলছে। প্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছায় প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশও। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।