নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: শুক্রবার ১৬,মে :: সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করে ট্রাফিকে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার।আজ সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেধড়ক মারধর করে। গলায় আচড়ানোর দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের।
ইতিমধ্যেই সিউড়ি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডলকে। পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার এর।