নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: বীরভূমের সিউড়ি শহরে সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান এর বাড়িতে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটলো বৃহস্পতিবার গভীর রাতে। অভিযোগ কয়েক জন দুষ্কৃতী বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছুটতে শুরু করে।
ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বেশ কিছু অংশ এবং বাড়ির ভেতর থাকা বিভিন্ন সামগ্রী। যদিও গভীর রাতে বাড়ির দরজা বন্ধ থাকায় কোন মানুষের শরীরে আঘাতের ঘটনা ঘটেনি।প্রসঙ্গত সিউড়ি পৌরসভা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হয়েছেন বিদ্যাসাগর সাও, তিনি ছিলেন বাড়িতে। তার ছেলে যুব তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি বিক্রমজীত সাও, তিনিও ছিলেন বাড়িতে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই আসে বীরভূম জেলা পুলিশের বিভিন্ন আধিকারিক ও সিউড়ি থানার বিশাল পুলিশবাহিনী।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।