সিএএ প্রসঙ্গে শান্তনু ঠাকুরের একই দাবী কোন কাগজ না থাকলেও সেলফ ডিক্লারেশন দিলেই নাগরিকত্ব পাবে ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঠাকুরনগর :: বৃহস্পতিবার ১৪,মার্চ :: সিএএ নিয়ে রানাঘাট লোকসভার তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারীর বক্তব্যকে প্রশংসা করলেন শান্তনু ঠাকুর । বললেন সিএএ আন্দোলনের ভাগীদার মুকুটমণি অধিকারী সে সেটাকে অস্বীকার করে কি করে ।

রানাঘাট জেলা মতুয়া মহা সংঘের পদ থেকে মুকুটমণি অধিকারী কে সরিয়ে দেওয়া প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন তার মেয়াদকাল সম্পূর্ণ হয়ে গিয়েছে । গত পাঁচ বছর তার পারফরমেন্স খুব ভাল ছিল । মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে বলে সরানো হয়েছে সেখানে এখনো নতুন কাউকে দেওয়া হয়নি।

সিএএ প্রসঙ্গে আজ সকালেও শান্তনু ঠাকুরের একই দাবী কোন কাগজ না থাকলেও সেলফ ডিক্লারেশন দিলেই নাগরিকত্ব পাবে । কোন কাগজ না থাকলে মতুয়া কার্ড বানাতেও আহবান করেছে তিনি । সি এ এ ঘোষণা হওয়ার পরে ঠাকুরনগর মন্দিরে এদিন সকালেও মতুয়া ভক্তরা আসছে । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না উনি ভুল বকছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =