নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৫,ডিসেম্বর :: সিএফএসএল টিমের রিপোর্টের চাঞ্চল্যকর তথ্যের বিরুদ্ধে সিজিও কমপ্লেক্সের সিবিআই এর দপ্তর ঘেরাও, বিক্ষোভ এবং ডেপুটেশন প্রদান কর্মসূচি মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে।
এছাড়াও প্রতীকি তালা নিয়ে এসে সিবিআইয়ের দপ্তরে তালা বন্ধ করে দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে কাদম্বিনীর ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য প্রমান লোপাটের অভিযোগে সিবিআই-এর হাতে ধৃত আরজিকর মেডিকেল কলেজ এবং
হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আধিকারিক অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে চার্জশিট দিতে না পারায় গ্রেপ্তারির নব্বই দিনের মাথায় জামিনমুক্ত হয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তারা।