নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,ফেব্রুয়ারি :: সিএবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। রবিবার সকালে রক্তদাতাদের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়রা। এদিন সংস্থার সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে। রক্তদাতাদের উৎসাহ দেন কৃষ্ণেন্দু বাবু। তিনি বলেন সরস্বতী পুজোর দিন এই দিনটি পড়ার জন্য রবিবার প্রয়াত ক্রিকেটার ফ্রাঙ্ক ওরেল এর ৪৫ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।