সিকিমে তুষারপাতে আটকে পড়া পর্যটকদের উদ্ধার সেনাবাহিনীর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: শুক্রবার ২৩,ফেব্রুয়ারি :: বুধবার পূর্ব সিকিমে আকস্মিক তুষারপাতের ঘটনা ঘটে। আটকে পড়ে বেশ কিছু পর্যটক ও যানবাহন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে পূর্ব সিকিমে বুধবার সকাল থেকেই আবহাওয়ার খামখেলিপনা শুরু হয়। এরপরেই তুষারপাতের ঘটনা ঘটে। আটকে পড়ে বহু পর্যটক।সেনাবাহিনীর সূত্রে জানানো হয় অন্তত ৫০০ জন পর্যটক ও ১৭৫ টি যানবাহন আটকে পড়ে তুষারপাতের কারণে। বরফের চাদরে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। এরপরেই পর্যটকদের উদ্ধারে নামে সেনাবাহিনী। তাপমাত্রা হিমাঙ্কের থেকে নিচে ছিল সেই সময় উদ্ধার কার্য শুরু করে সেনাবাহিনী। তৎপরতার সাথে পর্যটকদের দুর্গম স্থান থেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে। এরপর ঠান্ডা থেকে বাঁচবার জন্য পর্যটকদের গরম খাবার, সহ বেশ কিছু উপকরণ দেয় সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + two =