সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ১৬,জানুয়ারী :: এবার উত্তর সিকিমে দেখা মিলল তিব্বতি বাদামী ভাল্লুকের। যা নিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। সিকিমের উত্তর অংশে দেখা মিলেছে তিব্বতি বাদামী ভাল্লুকের। উল্লেখ্য সিকিমের উত্তর অংশের মালভূমিতে দেখা মিলেছে এই তিব্বতি বাদামী ভাল্লুকের। প্রসঙ্গত জানা গেছে এক পশু পালকের ডেরা থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাবার সময় বিষয়টি ওই পশু পালকের নজরে আসে।
এরপর তিনি তৎপরতার সাথে বনদপ্তরকে খবর দেন। এই বিষয়ে বনদপ্তরের কাছে খবর গেলে বনদপ্তরের তরফ থেকে ক্যামেরা বসানো হয়। আর ক্যামেরা বসানোর পরে কেল্লাফতে, ধরা পড়ে তিব্বতি বাদামী ভাল্লুকের। এই প্রথমবার সিকিমের দেখা মিলেছে এই ভাল্লুক। মূলত পশ্চিম হিমালয়ের প্রাণী হল তিব্বতি ভাদামি ভাল্লুক। লাদাখ এলাকায় দেখা যায় এই বাদামি ভাল্লুক। এবার দেখা মিলল সিকিমে এই খবর সামনে আসতে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে যথেষ্ট উৎসাহিত হয়েছেন।