নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: ৪ঠা এপ্রিল :: সিকিমে ভয়াবহ তুষার ধস, মৃত্যু অন্তত ৬ জন পর্যটকের। প্রসঙ্গত জানা গেছে সোমবার রাত থেকেই দফায় দফায় তুষারপাত চলছে গোটা সিকিম জুড়ে। ১৫ মাইল এরপর আর পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না । আজ কিছু পর্যটক তাদের গাড়ি ১৫ মাইল এলাকায় রেখে ১৭ মাইলে যায়। উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দী করা।
সেখানে গিয়ে আচমকা তুষার ধসের কবলে পড়ে অন্তত ১৫০ জন পর্যটক। সিকিমের নাথুলা যথেষ্ট পর্যটকদের কাছে জনপ্রিয়, সেই কারণে মঙ্গলবার দুপুরে সংলগ্ন এলাকায় পর্যটকদের যথেষ্ট ভিড় ছিল। মঙ্গলবার দুপুর ১২ বেজে ২০ মিনিট নাগাদ আচমকা তুষার ধস নামে। এই ঘটনায় এখনো পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আশঙ্কা করা হচ্ছে অনেকেই বরফের নিচে আটকে রয়েছেন।
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কার্য, গোটা এলাকা তুষারের চাদরে ঢেকে গিয়েছে। পরিবহন ব্যবস্থাও বিপর্যস্ত , পরিস্থিতির ওপর বিশেষ নজরদারি রাখছে স্থানীয় প্রশাসন।