সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ১,জুলাই :: ব্যাপক বৃষ্টি চলছে পাহাড়ে, অবিরাম বৃষ্টিপাতের কারণে পাহাড়ের রাস্তায় ধস নেমেছে। ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত। সে কারণেই এই রাজ্যের সাথে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। লাগাতার বৃষ্টিপাতের কারণে, তিস্তা নদীর জল বাড়ছে।
ব্যাপক বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সিকিম ও কালিম্পং যাওয়ার পথ।১০ নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত হওয়ার কারণে শিলিগুড়ি থেকে সিকিম কালিংপং ঘোরা পথে যেতে হচ্ছে। লাভা হয়ে যেতে হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। দুর্যোগের ঘনঘটায় ছেয়ে রয়েছে উত্তরবঙ্গ।