সিকিম বিপর্যয়ের প্রভাবে ব্যবসায় মন্দা শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৩,অক্টোবর :: সিকিম বিপর্যয়ের সপ্তাহখানেক অতিক্রান্ত, এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল। সামনেই রয়েছে পুজো, এই রকম সময় প্রতিবছর পর্যটক সমাগম হয় শহর শিলিগুড়িতে। তবে এই বছর সেই ভাবে পর্যটকদের দেখা মিলছে না। অনেকেই ভয় পাচ্ছেন পাহাড় যেতে। শিলিগুড়ির ব্যবসা অনেকখানি পাহাড়ে উপর নির্ভরশীল।

ভয়াবহ সিকিম বিপর্যয়ের পর শিলিগুড়ির ব্যবসাতে টান ধরেছে। শিলিগুড়ির বিধান মার্কেটের বিশিষ্ট বেকারি রাধা বেকারির মালিক সনজিৎ পাল জানান প্রতিবছর এই সময় প্রচুর বিক্রি হয়। প্রসঙ্গত রাধা বেকারীর বিশেষ নাম আছে, এই বেকারি থেকে প্রচুর বেকারিজাত দ্রব্য পাহাড়ে যায়। এবার কিন্তু একেবারে মন্দা চলছে বলে জানান ওই বেকারির মালিক । তিনি জানান পুজো যত সামনে আসে বিক্রি বাড়তে থাকে।

কিন্তু এই বছর চিত্রটা একেবারেই আলাদা, পুজোর সামনে চলে এলেও সেই ভাবে খরিদ্দারের দেখা মিলছে না। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত। ঘুর পথে সিকিম যেতে হচ্ছে ভাড়াও লাগছে, তাই সিকিম থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ক্ষেত্রে অনেকেই পা বাড়াচ্ছেন না। কবে স্বাভাবিক হবে যান বহন চলাচল সেই ব্যাপারে স্পষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছেনা।

শুধু বেকারি ব্যবসায়ী নয় অন্যান্য ব্যবসাও এবার আগের মত নেই, সিকিমের বিপর্যয় শিলিগুড়িতে ব্যবসায় ভাটা এনেছে। শহরের বিভিন্ন গাড়ির স্ট্যান্ডগুলো প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। এই বিষয়ে এক গাড়ি ড্রাইভার জানিয়েছেন, দার্জিলিঙে যাওয়ার রাস্তা ঠিকঠাক থাকলেও সেরকম ভিড় হচ্ছে না। দুইজন বা তিনজন যাত্রী নিয়ে তাদের পাহাড় যেতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + twelve =