নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: সম্পূর্ণ করোনা মুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হল সিকিমকে। শেষ দুইজন করোনা রোগী আরোগ্য লাভের পর সিকিমকে করোনামুক্ত রাজ্য বলে চিহ্নিত করা হলো। এই বিষয়ে আরও জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমণ ঘটে নি সিকিমের।
২০২০ সালের মে মাসে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে সিকিমে , ঠিক দুই বছর বাদে করোনামুক্ত হলো সিকিম। সিকিমে করোনা সংক্রমণ কমানোর ক্ষেত্রে প্রথম থেকে কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে লকডাউন এর পথে সিকিম ছিল। সেই কারণে সমতলে ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়েছিল।
সিকিমের থেকে প্রচুর লোক প্রতিদিন শিলিগুড়ি সহ অন্যান্য সমতল এলাকায় জিনিসপত্র কিনতে আসেন । সিকিমে দীর্ঘ লকডাউন এর ফলে বিশেষ করে শিলিগুড়িতে ব্যাবসার উপর প্রভাব পড়েছিল। যানবাহন বন্ধ থাকার কারণে সিকিম থেকে মানুষের আনাগোনা কমে গিয়েছিল শিলিগুড়িতে ।
শিলিগুড়ি বিধান মার্কেট, মহাবীর স্থান, হকার্স কর্নার, সহ অন্যান্য মার্কেট অনেকটাই নির্ভরশীল দার্জিলিং এবং সিকিমের উপর। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সিকিম থেকে লকডাউন তুলে নেওয়া হয়। আর সিকিমকে সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করে খুশির হাওয়া সমতলের ব্যবসায়ীদের মধ্যে ।