সিঙাড়ায় চাটনি কম দেওয়ায় দোকানদারকে মার তৃণমূল কাউন্সিলারের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: শনিবার ২৯,মার্চ :: সিঙ্গাড়া কিনেছি , আরো চাটনি দাও ‘, আর তা না দিতেই মিষ্টান্ন বিক্রেতাকে মারধরের অভিযোগ দুবরাজপুর পৌরসভার তৃণমূল কাউন্সিলর সেখ নাজির উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের শ্মশানে কালী মন্দির এলাকায়।

জানা গিয়েছে, দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেখ নাজির উদ্দিন কেশব দাস নামে দোকানদারের কাছে তিনটি সিঙাড়া কেনেন । সাথে একটু চাটনিও দেন। কিন্তু অভিযোগ, সেখ নাজিরউদ্দিন অতিরিক্ত চাটনি চাওয়ায় দোকানদার তা দিতে চাননি। আর তার জন্যই দোকানের কর্মীকে মারধর করে কাউন্সিলার সেখ নাজির উদ্দিন।

তারপর স্থানীয় বাসিন্দারা রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের দুবরাজপুর থানার সামনে যানবাহন আটকে বিক্ষোভ প্রদর্শন করেন । তাঁদের দাবী অভিযুক্ত কাউন্সিলারকে গ্রেপ্তার করতে হবে। প্রায় ঘন্টা দুয়েক চলে অবরোধ।

অবশেষে পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, সদাইপুর থানার পুলিশ কাউন্সিলার সেখ নাজির উদ্দিনকে আটক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + ten =