নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: শনিবার ১৯,এপ্রিল :: সিঙ্গুরের আনন্দনগরে ব্রতচারী সঙ্ঘের শিবিরে থাকা এক কিশোরের পুকুরে ডুবে মৃত্যু হল। নাম আয়ুষ কর্মকার (১২)। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল সে। সিঙ্গুর থানার নস্করপুরের বাসিন্দা আয়ুষ স্কুল ছুটি থাকায় ওই শিবিরে যোগ দিয়েছিল।
সঙ্ঘ পরিচালকদের দাবি, সকলের নজর এড়িয়ে সঙ্ঘের পিছনে থাকা একটি পুকুরে স্নান করতে গিয়েই তলিয়ে যায় সে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সঙ্ঘ কর্তৃপক্ষ আয়ুষকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র হয়ে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।