দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: আন্দোলনের মাতৃভূমি হিসাবে পরিচিত সিঙ্গুর। এই সিঙ্গুর থেকেই উত্থান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই গত ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত ধর্নায় বসেছিল বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির বহু নেতা নেত্রীরা যোগ দিয়েছিলেন ধর্নায়। অবশেষে ১৬ তারিখ শেষ হয় ধর্না। আজ সেই ধর্না মঞ্চ শুদ্ধিকরণ করতে এগিয়ে এলেন সিঙ্গুরের বিধায়ক তথা শ্রম মন্ত্রী বেচারাম মান্না।তাদের দাবি এই মঞ্চে ধর্নায় বসে সিঙ্গুরের মাটিকে অপবিত্র করেছে বিজেপি। তাই গোবর গঙ্গা জল ছিটিয়ে পবিত্রতা ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্থানে জড়ো হন অসংখ্য মহিলা। হাতে ঝাঁটা, বালতি। চলছে কীর্তন। তারই মধ্যে দিয়ে হচ্ছে সিঙ্গুরের মাটি শুদ্ধিকরণ। ঝাঁটা দিয়ে গোবর জল দেওয়া হয় মাটিতে। এর পর ছিটানো হয় গঙ্গাজল। উলুধ্বনি, কীর্তনের মধ্যে দিয়ে সম্পূর্ন হয় কাজ।
তাদের দাবি কৃষক হত্যা করা, রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি করা বিজেপি সিঙ্গুরের মাটিকে অশুদ্ধ করেছে। তাই সিঙ্গুর কৃষিজমি কমিটির উদ্যোগে এই অভিযান। উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম মান্না ও করবি মান্না।