নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: সিঙ্গুর :: বুধবার ২৮,জানুয়ারি :: আজ সিঙ্গুরে এক জনসভায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্পনীতি ও কৃষি উন্নয়ন নিয়ে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন,
পশ্চিমবঙ্গে কৃষি ও শিল্প একে অপরের পরিপূরক হয়ে একসঙ্গে চলবে, কিন্তু কারও জমি জোর করে অধিগ্রহণ করা হবে না। কৃষকের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়েই শিল্প গড়ে তোলার নীতি নিয়েছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী সিঙ্গুরের আন্দোলনের স্মৃতি তুলে ধরে বলেন, এই জায়গা কৃষক আন্দোলনের প্রতীক।সেই অভিজ্ঞতা থেকেই রাজ্য সরকার এমন শিল্পনীতি গ্রহণ করেছে, যেখানে জমির মালিকদের সম্মতি ও স্বার্থরক্ষা নিশ্চিত করা হয়।
তিনি জানান, সিঙ্গুরে গড়ে ওঠা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্পের প্রসার ঘটছে এবং এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
এদিন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন এবং বলেন, বাংলায় উন্নয়নের সঙ্গে মানবিকতা ও সামাজিক ন্যায়কে একসঙ্গে নিয়ে চলাই তাঁর সরকারের মূল লক্ষ্য।

