সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৮,অক্টোবর :: সিটি অটোতে আগুন।শিলিগুড়ির হিলকার্ট রোডে একটি সিটি অটোতে আগুন লাগার ঘটনা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুন লাগে।আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে একটি দমকলের ইঞ্জিন। গাড়িতে থাকা যাত্রীরা তাড়াতাড়ি নেমে পড়েন। ঘটনা ঘিরে চাঞ্চল্য , ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
গাড়িটি আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খাপরাইল থেকে কোট মোড়ের দিকে যাচ্ছিল সিটি আটোটি।