নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৩০,জানুয়ারি :: পার্কিং ফি কমানো হয়েছে এবং রাস্তার ধারে বেআইনি পার্কিং বন্ধ করতেই এই উদ্যোগ বলে জানালেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী, এসিপি ট্রাফিক (থ্রি) রাজকুমার মালাকার, আড্ডার সিইও সহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে জানানো হয়, বর্তমানে দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় দুটি বড় শপিং মলের সংযোগকারী রাস্তায় বহু মানুষ রাস্তার দু’পাশে গাড়ি রাখছেন, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।
এই সমস্যা রুখতেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একাধিক পার্কিং চালু করা হয়েছে। নতুন পার্কিং ফি অনুযায়ী, তিন ঘণ্টার জন্য বাইক পার্কিংয়ে নেওয়া হবে ১০ টাকা, চারচাকার জন্য ২০ টাকা এবং সাইকেলের জন্য ৫ টাকা।
