নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: সিটুর ডাকা দুর্গাপুর ইস্পাত কারখানায় ধর্মঘটকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। পুজোর বোনাস বৃদ্ধি, সহ একগুচ্ছ দাবীকে সামনে রেখে কেন্দ্রীয় সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানায় সোমবার ধর্মঘট ডাকে সিটু।
আজ সকাল থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করছিল সিটু নেতৃত্ব, আর ঠিক সেই সময় জেনারেল শিফট এ বাকি শ্রমিকদের সাথে তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত ও তার অনুগামীরা কারখানায় ঢুকছিল, আচমকা পুলিশের সামনেই বাইক থেকে নেমে দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত ধর্মঘটিদের দিকে আঙ্গুল উঁচিয়ে বলেন বনধ করা যাবে না
এই বাংলায়,রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলেন ধর্মঘটীদের ,বাংলায় রাস্তা আটকে বনধ ধর্মঘট করা যাবে না বলে ঐ তৃণমূল নেতা সাফ জানিয়ে দেয় আন্দোলনকারীদের, শুরু হয় সিটু ও তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত ও তার অনুগামীদের সাথে বনধ সমর্থকদের কথা কাটাকাটি, নিমেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর ইস্পাত কারখানার মূল গেটের সামনে,
পুলিশ এসে দু পক্ষের অশান্তি সামলায়, কিন্তু তখনও কেন এই ধর্মঘটকে ভাঙার চেষ্টা করছে তৃণমূল এই ইস্যুতে সিটু কর্মী সমর্থকরা স্লোগান শুরু করে দেয়। কোনোক্রমে পরিস্তিতি সামাল দেয় পুলিশ। পুলিশের সামনেই দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত রক্ষিত বলেন,বনধের সংস্কৃতি বাংলায় বরদাস্ত করা হবে না । শ্রমিকদের বিভ্রান্ত করছে তৃণমূল নেতৃত্ব,পাল্টা তোপ দুর্গাপুর ইস্পাত কারখানার সিটু নেতৃত্বের।