নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: মঙ্গলবার ১০,জুন :: সিতাইয়ের ব্রহ্মত্তর চাত্রা অঞ্চলের ঢেকিয়াজান গ্রামে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঢেকিয়াজান স্কুল থেকে গাবুয়া ডেরার পাড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার করুণ দশার কথা উল্লেখ করে তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা কাদায় ভরে যায়, যাতায়াত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুলে যাওয়া শিশু, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচলতি মানুষ প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হচ্ছেন।
সোমবার বিকেল তিনটে নাগাদ সংবাদমাধ্যমে স্থানীয়রা এই সমস্যার কথা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।