নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: সোমবার রাতে সালানপুর থানার অন্তর্গত সিদাবাড়ি বাশকেটিয়া রাস্তার পাশেই দীনেশ রায়(৩২) আল্লাডি গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দার দেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।
তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার মাথায় রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন।এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ তদন্ত করছে, হত্যা না দুর্ঘটনা। তার এক আত্মীয় মনোজ রায় জানান সন্ধ্যার দিকে খবর আসে পাশের গ্রামে দীনেশ রায় রাস্তার পাশে পড়ে রয়েছে সেই খবর পেয়েই হাসপাতালে আসা।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান সিদাবাড়ি বাশকেটিয়া অঞ্চলে প্রচুর অবৈধ দেশী মদ ব্যবসায়ী রয়েছে। যারা বাড়িতেই মদ বিক্রি করে। যার ফলে দিনের পর দিন মাতালের সংখ্যা বেড়ে চলেছে। তিনি আরো বলেন দীনেশ রায় আজ সন্ধ্যায় বাশকেটিয়া এক দেশী মদের ব্যবসায়ীর বাড়িতে মদ খেতে যায়,
সেখানে ঝামেলা ঝঞ্ঝাট বাধে এবং তার মাথায় আঘাত করা হয় ও আহত অবস্থায় তাকে তার বাড়ি থেকে ১০০ফুট দূরে রাস্তায় ফেলে দেওয়া হয়। পুলিশ এসে রাস্তার পাশে থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।