সিদ্ধপিঠ কুলটির মা কল্যানেশ্বরী মন্দিরে কালী পুজোর শুভ লগ্নে ভক্তের ভিড়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২০,অক্টোবর :: আসানসোলের পশ্চিম প্রান্তে ঝাড়খণ্ড সীমান্তের ডিভিসির জলাধারের পাশেই মা কল্যানেশ্বরী মন্দির এই মন্দির মায়ের সিদ্ধ পিঠ বহু বছর পুরোনো। আজকের দিন অর্থাৎ কালী পূজোর দিনে দেখা যায় ভক্তদের ঢল।ঠিক যে ভাবে কালী ঘাট করুনাময়ী কালী বাড়ী, লেক কালী বাড়ী, ঠনঠনিয়া কালী বাড়ী,দক্ষিনেশ্বের কালী বাড়ী তারা পিঠ ঠিক সে মত রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি এলাকার মা কল্যানেশ্বরী মন্দিরও দেখা যায় ভক্তের সমাগম।

বছরের এই বিশেষ দিনটিতে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও ঝাড়খন্ড ও ভিন জেলার মানুষদেরও ভিড় লক্ষ্য করা যায়। বহু প্রাচীন এই কল্যানেশ্বরী মন্দিরের মায়ের পুজো উপলক্ষে একদিন সকাল থেকেই শুরু হয়েছে পূজো অর্চনা মূল পুজো হবে গভীর রাতে ।

আজ সকাল থেকেই বিশেষ এই দিনটিতে কল্যাণেশ্বরী মন্দিরে শুরু হয়েছে ভক্ত সমাগম। সে দৃশ্য দেখা গেল আজ দুপুর থেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seven =