সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জোকা :: সোমবার ১২,অগাস্ট :: আর জি কর হাসপাতালের মহিলা ডাক্তার কে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত বাংলার রাজ্য রাজনীতি। কলকাতা থেকে জেলা সর্বত্র ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভের আঁচ।
রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের বহির্বিভাগ চালু থাকলে পরেও সেখানে দেখা নেই ডাক্তারের। ফিরে যেতে হচ্ছে মুমূর্ষ রোগীদের। বিকল হয়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। সব জায়গায় প্লাগার্ড হাতে নিয়ে বিক্ষোভ সামিল হয়েছে সিনিয়ার থেকে জুনিয়ার সমস্ত ডাক্তাররা।
আজ সেই ছবি দেখা গেল ঠাকুরপুকুর জোকা ইএসআই হাসপাতালে। সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিস্টার, নার্স, হাসপাতালের স্টাফ প্রত্যেকে আর জি কর হাসপাতালের মহিলা ডাক্তারের মৃত্যুর বিচার চেয়ে পথে নেমেছেন।
সকলের একটাই দাবি প্রকৃত সত্য সামনে আসুক। যারা যারা জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক এই ঘটনায় জড়িত থাকা দোষীদের।এই দাবি তুলে আজ ঠাকুরপুকুর জোকা ইএসআই হাসপাতালের সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার নার্স হাসপাতালের স্টাফ প্রত্যেকে জোকার এসআই হাসপাতাল থেকে বেহালা চৌরাস্তা প্লাকাড হাতে মিছিল করেন।