সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বৃহস্পতিবার ১৮,জানুয়ারি :: হলিউড সিনেমাকেও হার মানাবে, বুধবার অনুষ্ঠিত হয়ে যাওয়া ভারত বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ। ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে ফেলে। এরপর নাটকীয় ইনিংস খেলেন রোহিত শর্মা। ঊনসত্তর বলে ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলার মোড় পাল্টে দেয়।
রোহিতের ইনিংসে ছিল আটটি বড় বড় ছক্কা। তাকে যোগ্য সহায়তা করেন রিঙ্কু সিং ৩৯ বলে ৬৯ রান করে নট আউট থাকেন রিঙ্কু। ভারত নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ২১২ রান তুলতে সক্ষম হয়। সবাই ভেবে নিয়েছিল খুব অনায়াসেই ভারত এই ম্যাচ জিতে যাবে। তবে লড়াকু আফগানরা তা হতে দেয়নি। নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তান ছয় উইকেট হারিয়ে ২১২ রান করে। ম্যাচ টাই হয় এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
আফগানিস্তান এক ওভারে ১৬ রান তোলে, ভারত সমান সমান রান তোলে। প্রথম সুপার ওভারে খেলা নিষ্পত্তি না হওয়ার জন্য খেলা গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। ভারত দুই উইকেট হারিয়ে ১১ রান তোলে। এরপর আফগানিস্তান তিন বলের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জিতে যায় ভারত।