নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: রবিবার ২৮,এপ্রিল :: ভোট আবহে এবার বামেদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার তাহেরপুরে।
সূত্রের খবর, তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহেরপুর সিপিএম। অভিযোগ, শনিবার রাতে সেই অস্থায়ী পার্টি অফিসেই হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা দলীয় পতাকা ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
রবিবার সকালে বিষয়টি সামনে আসার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। তাহেরপুর সিপিএম নেতৃত্বের দাবি, এই হামলার পেছনে বিরোধী দলের চক্রান্ত রয়েছে। কারণ নদীয়ার তাহেরপুর পৌরসভা এলাকা সিপিএমের শক্ত ঘাঁটি, আর লোকসভা নির্বাচনে সিপিএমকে দুর্বল করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের হামলা বলে দাবি করছে সিপিএম নেতৃত্ব।