সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ৯,মার্চ :: সিপিআইএমের দেওয়াল লিখনে বাধা। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনাটি ভাঙড় দুই ব্লকের বেঁওতা ২ গ্রাম পঞ্চায়েতের কাঁঠালবেড়িয়া এলাকার।
ঘটনায় ভাইরাল দেওয়াল লিখনের সময় বাধা দেওয়া এবং গালাগালি করার ভিডিও।। স্থানীয় সূত্র খবর, কাঁঠালবেড়িয়া এলাকায় একশো দিনের কাজ চালুর দাবিতে এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে ২০ এপ্রিল ব্রিগেড যাওয়ার সমর্থনে দেয়াল লিখছিল সিপিআইএম এর কর্মী সমর্থকরা।
সেই সময় স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা এসে দেয়াল লিখনে বাধা দেয়। এমনকি অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এটাই তৃণমূলের কালচার ।
তাদের বাধা উপেক্ষা করে আমরা দেয়াল লেখার কাজ আবার শুরু করেছি বলে জানান স্থানীয় সিপিএইএম নেতা উৎপল মন্ডল। তৃণমূলের পক্ষে যদিও শওকত মোল্লা বলেন , এসব কাজ ঠিক নয় , যারা এসব করছে তিনি খোঁজ নিয়ে দেখবেন।