নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার সিপিআইএমের পক্ষ থেকে নির্বাচনের জন্য বিভিন্ন ওয়ার্ড থেকে সিপিআইএমের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। এদিন প্রার্থীদের মধ্যে ছিলেন কান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএমের প্রার্থী ফাল্গুনী বিত্তার, কান্দি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিপিআইএমের প্রার্থী প্রদীপ মণ্ডল, প্রমুখ ।
প্রসঙ্গত সিপিআইএমের মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থী তালিকা দের মধ্যে সিপিআইএমের হেভিওয়েট নেতৃত্ব ছিলেন কান্দি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপিআইএমের প্রার্থী বলাই চ্যাটার্জী ।তিনি দীর্ঘদিন এই এলাকার প্রাক্তন কাউন্সিলর। সব মিলিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কান্দি মহকুমা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।