সিপিআইএম এর আইন আমান‍্য আন্দোলনে বিধায়কের অফিস ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে ধিক্কার মিছিল তৃনমূলের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার বিকেলে সিপিআইএম কর্মী সমর্থকদের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর। একাধিক সরকারি সম্পত্তি ভাংচুর করার অভিযোগ উঠেছে সিপিআইএম কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

কার্জন গেট চত্বরে অবস্থিত বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্র ভাঙচুর করেছে বলে অভিযোগ সিপিআইএমের বিরুদ্ধে। তারই জেরে এদিন সন্ধ্যায় একটি ধিক্কার মিছিল তৃণমূল কংগ্রেসের। কার্জন গেট থেকে মিছিল করে বিরহাটা পর্য্যন্ত তারা এই মিছিল করেন।

এইদিন এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান শহরের প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সির সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা। মিছিল থেকে তৃনমূল কাউন্সিলর নরুল আলম বলেন, বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেটর সৌন্দর্যায়ন ভেঙে চুরে নষ্ট করেছে সিপিআইএম এর হার্মাদ বাহিনী ।

বিধায়ক খোকন দাসের বিধায়ক সহায়তা কেন্দ্র ভাঙচুর করেছে যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ পরিষেবা পায় এর প্রতিবাদে এই দিন তারা রাস্তায় নেমেছেন।

অবিলম্বে মোঃ সেলিম সহ অন্যান্য নেতৃত্বদের গ্রেপ্তারি চায়ই বলে দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের ডাকে জেলাশাসকের কাছে আইন অমান্য কর্মসূচি। বুধবার এই কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। বামেদের মিছিল আটকাতে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =