সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ২৮,জুলাই :: সিপিআইএম দাবগ্রাম তিন নম্বর এরিয়া কমিটি ( মহিলা ,যুব) তরফ থেকে হায়দার পাড়ার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন সকালে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচি করেন তারা। শুধু গাছ লাগানো নয় গাছগুলিকে যাতে সুস্থভাবে বাঁচানো যায়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে এমনটাই জানিয়েছেন তারা।