সিপিএমের জেলা কমিটির বর্ধিত অধিবেশনে অংশ নিতে বর্ধমানে এসেছিলেন মঙ্গলবার দলের রাজ্য সম্পাদক মহ সেলিম।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান  :: মঙ্গলবার ১২,ডিসেম্বর ::   সিপিএমের জেলা কমিটির বর্ধিত অধিবেশনে অংশ নিতে বর্ধমানে এসেছিলেন মঙ্গলবার দলের রাজ্য সম্পাদক মহ সেলিম।  তিনি জানান; গত তিনবছরের অভিজ্ঞতা নিয়ে আলোচনা চলছে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হচ্ছে।এদিন সাংবাদিক সম্মেলনে তিনি নানা প্রশ্নের উত্তর দেন।
প্রশ্ন: রাজ্যের পাওনা নিয়ে দিল্লি দরবারে মুখ্যমন্ত্রী। কুড়ি ডিসেম্বর মোদি-মমতা বৈঠক। বকেয়া মেটানোর আর্জি জানাবেন মমতা। থাকার কথা অভিষেক-সহ বেশ কয়েকজন সাংসদের। সতেরো ডিসেম্বর দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর।
উত্তর : এটা যদি রাজ্যের ব্যাপার হত তবে সচিব থাকতেন। এটা পুরোপুরি  রাজনীতির ব্যাপার।এখানে বই কম। ঠক বেশি।বৈঠক হলে সেক্রেটারি যেত।অ্যাকাউন্টস নিয়ে যেত। একটা শ্বেতপত্র প্রকাশ হত। কত পেয়েছেন কত রেখেছেন তার হিসেব থাকত। এখানে বইখাতা নেই। শুধু ঠকবাজি আছে।
প্রশ্ন : রেশন দুর্নীতি কাণ্ডে চার্জশিট। একশো বাষট্টি পাতার প্রথম চার্জশিট পেশ ব্যাঙ্কশাল আদালতে। জ্যোতিপ্রিয়, বাকিবুর-সহ ১২ জনের নাম চার্জশিটে। চার্জশিটের সঙ্গে পেশ প্রচুর নথিপত্র।
উত্তর :এটা দুর্নীতিতন্ত্র।যতদিন দিল্লিতে মোদী রাজ্যে দিদি আছে এটা চলবে।কৃষকের ধান সংগ্রহ থেকে ডিস্ট্রিবিউশন সিস্টেম এখানে যুক্ত করা হয়েছিল। বামেরা খাদ্যসুরক্ষা চেয়েছিল। এখানে লুঠ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 14 =