নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২৯,মার্চ :: হাওড়া বেলগাছিয়া ভাগাড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন, শহরের জঞ্জাল সাফাই এবং নিকাশি ব্যবস্থার উন্নতির দাবিতে সিপিএমের হাওড়া পুরসভা অভিযান।
আজ দুপুরে সিপিএম কর্মীরা মিছিল করে হাওড়া পুরসভার গেটে আসে। আগে থেকেই পুলিশের পক্ষ থেকে গার্ড রেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। ঘটনাস্থলের রাফ এবং বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সিপিএম কর্মীদের হাওড়া পুরসভায় ঢুকতে বাধা দেওয়া হয়। এই নিয়ে উত্তেজনা দেখা দেয়।