সিবিআই আধিকারিকের পরিচয় দিয়ে এলাকায় কোটি কোটি টাকার প্রতারণা গ্রেপ্তার প্রতারক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উস্তি :: পুজোর মরশুমে কোটি কোটি টাকার প্রতারণা অভিযোগ। পুলিশের জালে গ্রেপ্তার প্রতারক। ভুয়া সিবিআই অফিসার সেজে প্রতারণার ছক। উস্তি থানা এলাকা থেকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। ডায়মন্ড হারবার পুলিশ জেলা পুলিশের জালে গ্রেপ্তার প্রতারক। উদ্ধার রিজার্ভ ব্যাংকের ১.৫ বিলিয়ান টাকার জমার ভুয়া সংশা পত্র।

অভিযুক্তর  নাম হানিফ সরদার বাড়ি উস্তি থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় সিবিআই স্পেশাল অফিসার দাবি করে এই হানিফ সরদার। এলাকায় দাপটে ছিল এই হানিফ সরদার, মানুষকে সুযোগ-সুবিধা পাইয়ে দেয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা অভিযোগ।

গত বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উস্তি থানার পুলিশ ও ডায়মন্ড হারবার এসডিপিও মিথুন দের নেতৃত্বে একটি স্পেশাল টিম তৈরি করা হয়। বুধবার রাতেই এলাকায় হানা দেয় স্পেশাল টীম। স্পেশাল টিমের জালে গ্রেফতার প্রতারক। গতকাল রাতে হানিফের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।

উদ্ধার হয় একটি অল্টো গাড়ি সেই গাড়িতেই সিবিআই লেখা স্টিকার । উদ্ধার সিবিআই নকল পরিচয় পত্র। হানিফ সরদার কে প্রথমে আটক করে উস্তি থানায় নিয়ে আসে পুলিশের আধিকারিকেরা এরপর দীর্ঘক্ষণ চলে জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের পরেই বুধবার রাতেই অভিযুক্ত হানিফ সরদার কে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত ওই ব্যক্তিকে বৃহস্পতিবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতের তোলা হয়ে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ নতিসহ হানিফ সরদার কে আরো জিজ্ঞাসাবাদ চালিয়ে এই প্রতারণা চক্রের একদম মূলে যেতে চায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। এই প্রতারণা চক্রে জাল কোথায় কোথায় বিস্তৃত রয়েছে তা তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + sixteen =