নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: গরু পাচার মামলার তদন্তে এ বার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে গেল সিবিআই। সূত্রের খবর, নামে-বেনামে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের কত জমি রয়েছে, সে সমস্ত তথ্য জানতে সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে একাধিক নথি আধিকারিকরা পেয়েছেন।
কাগজপত্র ছাড়াও অনলাইনে নথিভিক্ত জায়গাজমি সম্পর্কেও তথ্যতালাশ করছেন সিবিআই আধিকারিকরা।নামে-বেনামে অনুব্রত মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠদের কত জমি রয়েছে? জমি সম্পর্কিত তথ্য জানতে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে গেল সিবিআই।
ভোলে বোম রাইস মিল এর পর গতকাল শিব শম্ভু রাইস মিলে হানার পরপরই সায়গেল হোসেন এর ফ্লাটে তৃতীয়বারের জন্য হানা দেয় সিবিআই আধিকারিকরা।
গতকাল সন্ধ্যা পর্যন্ত দুটি ব্যাংকে হানা দেয় সিবিআই আধিকারিকরা।এদিন সকালেই সিবিআই-এর দুই সদস্যের এক প্রতিনিধি দল বোলপুরে জমির রেজিস্ট্রি অফিসে হানা দেন। একেবারে অফিস খোলার সঙ্গে সঙ্গেই আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। অফিসের যেখানে দলিল সহ বাড়ি-জমির কাগজপত্র সার্চিং করা হয়, একেবারে সেই দফতরেই যান কেন্দ্রীয় গোয়েন্দারা।
অনুব্রত মণ্ডল সহ তাঁর বেশ কয়েকজন আত্মীয়ের যে সমস্ত বাড়ি-জমির নথি গোয়েন্দাদের কাছে এসেছে, সেগুলি কবে কেনা হয়েছে বা মালিকানা হস্তান্তর হয়েছে, সেটাই গোয়েন্দারা সার্চিং করে দেখছেন বলে জানা যাচ্ছে।