সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: মঙ্গলবার ১০,ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানা মিলন মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে এক সিভিক ভলেন্টিয়ারের বাবাকে খুনের চেষ্টা দুষ্কৃতির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি । আহতের নাম মোবাচ্ছেদ রাজ।
সূত্রের খবর , পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে এই খুনের চেষ্টা। অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ার এর পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় ঢোলা থানাতে প্রতিপক্ষ হাশেম ও তার পরিবারের কয়েকজনের বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে। অভিযোগ লাঠি দিয়ে নির্মম ভাবে তাকে খুন করার চেষ্টা করেছে ।
ঘটনার পর থেকে হাসেম রাজ ও তার দলবল কেউ গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা পলাতক হলেও তাদের পরিবারের গৃহবধূ জানিয়েছেন তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। নিজেরা লাঠি সোটা দিয়ে মারতে এসে তাদের লাঠির আঘাতে তারা নিজেরাই মাথা ফাটিয়ে তাদের নামে দোষ দিচ্ছে।