‘সিভিক শিক্ষক’ নিয়ে বিতর্কের মাঝেই পথভোলা এক মহিলাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ১৮ই,মার্চ :: ‘সিভিক শিক্ষক’ নিয়ে বিতর্কের মাঝেই পথভোলা এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিল পুলিশ। শনিবার বাঁকুড়ার ইন্দাস থানা এলাকার পূর্বপাড়ায় মানসিক ভারসাম্যহীন মহিলাকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে স্থানীয় সিভিক ভল্যান্টিয়দের সন্দেহ হয়।

তারাই তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যান। খোঁজ নিয়ে জানা যায়, ঐ মহিলার নাম সরলা মণ্ডল। বাড়ি পাশের জেলা পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকার পাল্লা রোড গ্রামে। পরে ইন্দাস থানার পক্ষ থেকে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিন ইন্দাস থানায় ‘নিখোঁজ’ মাকে ফিরিয়ে নিয়ে যেতে আসা ছেলে অমর মণ্ডল বলেন, গত ৯ ফেব্রুয়ারী বাড়ি থেকে বেরিয়ে মা আর ফেরেনি। আত্মীয় স্বজনের বাড়ি ছাড়াও বর্ধমান ছাড়াও বীরভূম ও বাঁকুড়ার বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে বিষয়টি স্থানীয় মেমারি থানায় জানানো হয়। পরে এদিন ইন্দাস থানা ও সিভিক ভল্যান্টিয়ারদের সৌজন্য ‘হারানো’ মাকে তিনি ফিরে পেলেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + five =