নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: রবিবার ২৫,ফেব্রুয়ারি :: প্রাকৃতিক বিপর্যয় কিভাবে মোকাবেলা করা যায় সেই নিয়ে বিস্তারিত ভাবে প্রশিক্ষণ ও আলোচনার মধ্য দিয়ে ছাত্রীদেরকে শেখানো হয়। ৪০ জন ছাত্রী অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে। পড়াশোনার পাশাপাশি বিপর্যয় মোকাবেলার এই প্রশিক্ষণে অনেকটাই উপকৃত হবে মেয়েরা বলে জানিয়েছেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যক্ষা সুতপা মৈত্র।
এক ছাত্রী জানায় এই পাঁচ দিনের প্রশিক্ষণ শিবিরে আমরা অনেক কিছুই শিখলাম, বিভিন্ন বিপর্যয় থেকে নিজেকে কিভাবে বাঁচাবো এবং পাশাপাশি আরো পাঁচ জন মানুষকেও কিভাবে আমরা বাঁচাতে পারি প্রাকৃতিক বিপর্যয় থেকে তা আজ হাতে-কলমে শিখে, খুবই উপকৃত হলাম।
প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক পুলক কুমার কর জানালেন এই মহড়ায় অংশগ্রহণ করা ছাত্রীদের উৎসাহ দেখে আমরাও উৎসাহিত হলাম। চারদিন প্রশিক্ষণের পর পঞ্চম দিনে ছাত্রীরা একেবারে সাবলীল হয়ে ওঠে এবং বিভিন্ন বিপর্যয়ের মহড়াতেও তারা তাদের সক্ষমতা বজায় রাখেন । আগামী দিনে আবারও আমরা এই কলেজের অন্যান্য ছাত্রীদের সঙ্গে প্রশিক্ষণ ও মহড়া দেবার বন্দোবস্ত করব ।