নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিমলাগড় :: সোমবার ২০,অক্টোবর :: হুগলির ঐতিহ্যবাহী ধর্মস্থানের মধ্যে অন্যতম সিমলাগড় কালীবাড়ি, যার ইতিহাস প্রায় তিন শতাব্দী পুরোনো। কথিত আছে, এক গৃহস্থের স্বপ্নাদেশে মাটির নিচ থেকে দেবী কালীর প্রস্তর মূর্তি উদ্ধার হয়েছিল, আর সেই স্থানেই প্রতিষ্ঠা পায় বর্তমান কালীবাড়ি।
দীপান্বিতা আমাবস্যার রাতে এখানে ভক্তসমাগম হয় হাজার হাজার মানুষের। সন্ধ্যা থেকে শুরু হয় দেবীর মহা আরতি, পূজা, ও তন্ত্রসিদ্ধ যজ্ঞ। স্থানীয়দের বিশ্বাস, সিমলাগড়ের মা কালী ভক্তদের অশুভ শক্তি থেকে রক্ষা করেন ও জীবনে আলোর পথ দেখান।
রাতভর প্রদীপ প্রজ্জ্বলন ও ভক্তদের স্তবগান মন্দির প্রাঙ্গণ ভরিয়ে তোলে এক অপার্থিব আধ্যাত্মিক পরিবেশে।