নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ৯,ডিসেম্বর :: বোলপুরে ডেপুটি কমান্ড্যান্টের বাড়ির সামনে চাঞ্চল্য ছড়াল। ভুবনডাঙা এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে একটি অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ—ডেপুটি কমান্ড্যান্টের বাড়ির দেওয়ালে পেট্রোল জাতীয় তরল ও আলকাতরা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আংশিক ভাঙচুরও হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ির আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেই ফুটেজে দেখা যাচ্ছে—একজন মহিলা হাতে একটি বোতল নিয়ে বাড়ির দেওয়ালের দিকে তরলজাতীয় কিছু ঢালছেন বলে মনে হচ্ছে। এই ফুটেজই পুলিশের হাতে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে।
ঘটনা সামনে আসার পরই এলাকায় পাল্টা অভিযোগও উঠতে শুরু করেছে। কেউ কেউ দাবি করছেন—এটি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটেছে, আবার কারও মতে—কারা বা কেন এই কাজ করল সেটি এখনো পরিষ্কার নয়।
পুলিশ জানিয়েছে—সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের বক্তব্য ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশের বক্তব্য—“ঘটনার তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হবে।”
এই ঘটনার জেরে ভুবনডাঙা এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

