সিসি ক্যামেরায় ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে, ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার হ্যাকিং করে গাড়ি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,ফেব্রুয়ারি :: কালিয়াচক: রাস্তার ধার থেকে দুটি নামিদামী কোম্পানির উন্নতমানের চার চাকার গাড়ির চুরি করে পালালো দুষ্কৃতীর দল । অত্যন্ত আধুনিক এই চারচাকার গাড়ির চুরি করাতেও বিহারি দুষ্কৃতীদের যোগ দেখছে পুলিশকর্তারা।

গত ৩ ফেব্রুয়ারি এই চুরির ঘটনার পর কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাড়ির মালিক মহম্মদ সাকিব হোসেন এবং রাজু আলি। ঘটনার পাঁচদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত ওই দুইজনের একটি সাদা এবং একটি কালো রঙের মাহিন্দ্রা কোম্পানির স্করপিও এস-টেন এবং এস -ইলেভেন মডেলের গাড়ি খোঁজ আনতে পারে নি পুলিশ।

দুটো গাড়ির বর্তমান মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বলেও জানিয়েছেন মালিকেরা। ওই দুই গাড়ির মালিক মহম্মদ সাকিব হোসেন এবং রাজু আলি জানিয়েছেন, কালিয়াচকের জালালপুর এবং বালিয়াডাঙ্গা এলাকার রাস্তার ধার থেকেই ৩ ফেব্রুয়ারি রাত বারোটা নাগাদ দুটি গাড়ি একইভাবে চুরি হয়। সেই চুরির পুরো বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

যেটি তদন্তের স্বার্থে দেওয়া হয়েছে পুলিশকে। ওই সিসি ক্যামেরায় ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে, ল্যাপটপের মাধ্যমে সফটওয়্যার হ্যাকিং করে গাড়ি চালিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। এই ঘটনার পিছনে বিহার অথবা ঝাড়খন্ড দুষ্কৃতীদের যোগ রয়েছে। কারণ, এত আধুনিক মাপের গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সফটওয়্যারে জ্ঞান থাকা ছাড়া কোনরকম ভাবেই সম্ভব নয়।

পাশাপাশি গাড়ি স্টার্ট করাও অসম্ভব ব্যাপার । কিন্তু সেই কাজ দুষ্কৃতীরা দশ মিনিটের মধ্যে করে ফেলছে। তাতে আমাদের ধারণা বিহারের সফটওয়্যার হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত দুষ্কৃতীরায় এই চুরি কান্ডের সঙ্গে জড়িত রয়েছে। পুলিশকে অভিযোগ জানিয়েছি। পুলিশ যাতে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে সেই অনুরোধও জানানো হয়েছে।
এদিকে কালিয়াচক স্ট্যান্ডে প্রতিদিনই অসংখ্য চার চাকার গাড়ির যাতায়াতের জন্য দাঁড়িয়ে থাকে। সেই এলাকার স্ট্যান্ডের চার চাকার গাড়ির চালকদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + eleven =