নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সীতারামপুর :: রবিবার ১৬,নভেম্বর :: দীর্ঘ বছর থেকে বন্ধ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত সীতারামপুরের বন্ধ উপ বয়লার কার্যালয়।
এই কার্যালয়ে আজ রবিবার দুপুরে হটাৎ পরিদর্শ করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পারিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি এবং ইন্দ্রানী মিশ্র
তাছাড়া উপস্থিত ছিলেন বোরো চেয়ারম্যান রবিলাল টুডু কাউন্সিলর সুশান্ত মণ্ডল কুলটি ব্লক তৃণমূল ২ এর সভাপতি কাঞ্চন রায় সহ অনেকে।
এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন এই বয়লার কার্যালয়টি বন্ধ রয়েছে এইখানে ইএসআই হসপিটালের ডিসপেনসারী করা হবে ।

