নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বুধবার ১৫,অক্টোবর :: আসানসোল পৌর নিগমের কুলটি বোরো অন্তর্গত ১৯নং ওয়ার্ডের বৈরাগী বাগান এলাকার বাসিন্দারা আজ সকালে আসানসোল পৌর নিগমের কুলটি বোরো কার্যালয়ে এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার অভিষেক চরণ এর সাথে সাক্ষাৎ করে তাদের এলাকার পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন।

এখন কালীপুজো ও দীপাবলির সময় একটি ট্যাংকার করে জল পাঠানো হবে এবং ছট পুজোর সময় ২টি টেংকর করে জল পাঠানো হবে বলে জানিয়েছেন টিঙ্কু ভর্মা এবং রেনু দেবী